বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা।
সোমবার (২২ এপ্রিল) নগরীর জিইসিস্থ ওয়েল পার্কে মতবিনিময়কালে সাংসদ আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে সুশিক্ষিত নাগরিকের বিকল্প নেই। তিনি সকল শিক্ষককে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার আহ্বান জানান।
বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলার সহ সভাপতি শেখ মো. নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন কুমার দাশ, প্রধান শিক্ষক নজির আহমদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ইসলাম, শিক্ষক প্রণয় বড়ুয়া, নুরুল কবির প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০