নিজস্ব প্রতিবেদক :
আমীরে জামায়াতের আগমন উপলক্ষ্যে শহর জামায়াতের উদ্যেগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে এক প্রস্তুতি সভা
শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে শহর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কক্সবাজার শহর আমীর বলেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলাব্যাপী উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন এবং পর্যটন খাতকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরতে আমীরে জামায়াতের ৮ তারিখের সফরের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।
শহর আমীর কক্সবাজার শহরবাসীকে ৮ ফেব্রুয়ারির কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর কফিন উদ্দিন চৌধুরী,সহ সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ,কামরুল হাসান ও আবদুর রশিদ,বায়তুলমাল সম্পাদক মাশরুর নিশাত, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসানসহ কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত ছিলেন।