প্রেস বিঞ্জপ্তিঃ
কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য, কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শহীদুল আলম বাহাদুর।
এতে তিনি বলেন, ওয়ার্ডের সকল পর্যায়ের সাধারণ মানুষকে কুরআন বুঝে ব্যক্তিগত জীবনে পরিচালিত করার পাশাপাশি সমাজ জীবনে পরিচালিত করার আহ্বান জানান। সেই সাথে আগামীর সুষ্ঠু, সুন্দর, দেশপ্রেমিক, সমৃদ্ধশালী, নতুন বাংলাদেশ বিনির্মাণে ওয়ার্ডবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ড জামায়াতের আমীর জনাব মুঃ ছানা উল্লাহ’র সভাপতিত্বে ওয়ার্ড সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান তৌহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত।
প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড এর বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মাদ উসমান গনি, জসিম উদ্দিন, সাবেক ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আবদুল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি আনোয়ার হোসেন বাপ্পী, ওয়ার্ড সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন জিহাদীর মোনাজাতের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করেন।
.
প্রোগ্রাম শেষ পর্যায়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলীর জাহাল ৬নং ওয়ার্ডের বাসিন্দা জনাব কায়সার হামিদকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।