মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল,
হাটহাজারী সংবাদদাতাঃ
শুক্রবার (১ অক্টোবর)হাটহাজারী উপজেলার পুর্ব ধলইয়ের ঐতিহ্যবাহী সংঘটন উত্তর সেকান্দর পাড়া একতা সংঘের ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও এলাকার মরহুম মরহুমা'র ঈসালে সওয়াব উপলক্ষে বাদ জুমআ স্থানীয় ঈদ গাহ মাঠ প্রাঙ্গণে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংঘটনের সভাপতি হাফেজ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মুহম্মদ হাবিবুর এর যৌথ সঞ্চালনায় মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জর্জ কোর্ট এর বিশিষ্ট আইনজীবী ও হাটহাজারী অনলাইন প্রেসক্লাব এর উপদেষ্টা তরুণ সমাজসেবক ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট এম এই ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী।
প্রধান ওয়ায়েজীন ছিলেন বোয়ালখালী গোমদন্ডী আহমদিয়া হক দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, বিশেষ আলোচক ছিলেন বাকর আলী গোমস্তার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা দেলাওয়ার হোসাইন, উত্তর সেকান্দর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রীস রেজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ মুহাম্মদ নুরুল কুদ্দুস, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দীন, ইউ পি সদস্য আজম উদ্দীন শরীফ, মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মুহাম্মদ আইয়ুব খাঁন, নুরুল আমিন, হাফেজ মাওলানা আবু নাছের, মাওলানা আবদুল মন্নান, মাওলানা আজিজুর রহমান সাইমন সহ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী বলেন সন্ত্রাস ও মাদকের ছোবলে ধ্বংসের পথে বাংলাদেশের যুবসমাজ। উঠতি বয়সের ছেলে মেয়েরা নেশায় আসক্ত হচ্ছে, অশ্লীলতার ছোবলে হারাচ্ছে নৈতিকতা। অবশেষে পরিবার ও সমাজের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করছে তারা। আর এর পেছনে কারণ হিসেবে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব রয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহজালাল বোখারী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনছারী, মাহফিল শেষে দেশ ও সমাজের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনছারী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০