মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল ৩ ঘটিকায় দিরাই উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের আহবায়ক বীরমুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে ও সদস্য সচিব, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক, সুনামগঞ্জ জজকোর্টের আইনজীবি এডভোকেট তোরন মিয়া, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরী, জেলা কমিটির যুগ্ন আহবায়ক প্রভাষক ফজলুল করিম সাঈদ।
তাছাড়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন জগদল কলেজের সহকারী অধ্যাপক বদিউজ্জামাল সর্দার, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সদস্য সচিব শাহিনুর আলম, হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সদস্য, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক, এডভোকেট এমদাদ সরদার, প্রভাষক মোস্তার হোসেন মোস্তাক, জারলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, নুরুল হক, আব্দুল মুকিত, রুকুনুজ্জামান জহুরী, এ বিএম নোমান, সামছুল আলম, সুভাষ প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম সভাপতি ও সামছুল ইসলাম সরদার খেজুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।