ক্লাস নিচ্ছেন একজন স্বেচ্ছাসেবী
এসএনডিসি বাংলাদেশ যার পূর্ণরূপ (স্ট্রিট চিলড্রেন নউস ডেভেলপমেন্ট ক্লাব) ২০১৫ সালের ৫ ই আগষ্ট যাত্রা শুরু করে সংগঠনটি। সেই থেকে সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষদের প্রাণ কোঠায় জায়গা করে নিয়েছে টিম এসএনডিসি। রয়েছে সুবিধা বঞ্চিত শিশু এবং বয়স্কদের জন্য পৃথক দু’টি ভ্রাম্যমাণ শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে প্রায় ১৫০ জন শিশু এবং ৫০ জন বয়স্ক লোকেরা শিক্ষা গ্রহণ করে থাকে। এছাড়াও সকল জাতীয় দিবস সহ শিশুদের নিয়ে সকল ধরনের কাজ করে যাচ্ছে এসএনডিসি। রয়েছে ৩ টি পৃথক শাখা
১. আমাদের পাঠশালা – যার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশু এবং নিরক্ষর লোকদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া হয়
২. এসএনডিসি ফুড ব্যাংক – যার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে খাবার সংগ্রহ করে ক্ষুধার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়।
৩. এসএনডিসি ব্লাড ব্যাংক – যার মাধ্যমে অসহায় এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের ব্যাবস্থা করে দেয়া হয়।
সারা বাংলাদেশে রয়েছে প্রায় ৪০০ এর অধিক স্বেচ্ছাসেবী। তুমি কি হতে চাও একজন এসএনডিসিয়ান? তাহলে দেরি কেন? এখনই নিম্মে দেয়া ঠিকানায় যোগাযোগ করো আর হয় একজন মানবযোদ্ধা।
আমাদের ঠিকানা :
নূর মোহাম্মদ প্যালেস,পুলিশ বাড়ী রোড, পুলিশ বাড়ী, রুপাতলী, বরিশাল
আমাদের ফেসবুক ঠিকানা :
www.facebook.com/sndc.bd
www.facebook.com/amaderpatshala.sndc
www.facebook.com/sndcfoodbank
www.facebook.com/sndcbloodbank
আমাদের ওয়েবসাইট :
www.sndcbd.org
যোগাযোগ : 01731-063444
গুগল ফরম লিংক :
https://docs.google.com/forms/d/1p0HD9XHEV8KvjQ3te6-QLZKW6jBvYvlbIVyAXupbtcg/viewform?edit_requested=true