রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে নিউমার্কেটস্হ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ , সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন।
এ সময় আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০