মো: শহীদুল্লাহ সজীব, চট্টগ্রাম:
লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান-এর উদ্যোগে নগরীর প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুটবল মিনিবার প্রতিযোগিতা এবং গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫ বি-৪ এর সহ-সভাপতি লিও সিফাতুল ইসলাম সামি, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন ইমরান নিক্সন, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লিও দেলোয়ার, সেঞ্চুরিয়ান লিও ক্লাবের সভাপতি লিও তুহিন অভি, জয়েন্ট সেক্রেটারি লিও কামরুল হাছান রাব্বি, কোষাধ্যক্ষ লিও জাবেদ হাছান তুষার, লিও অভিজিৎ, লিও ফয়সাল, লিও সৌরভ সিনহা, লিও রাকিব ও লিও সুমিত প্রমুখ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য।