নিজস্ব প্রতিবেদক :
লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের ২৫-২৬ সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে প্রেসিডেন্ট পদে লিও তুহিন অভি, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লিও আব্দুল করিম ও সাবরিনা আক্তার, ক্লাব সেক্রেটারি লিও রোকসানা ফাতেমা জেরিন, ক্লাব ট্রেজারার লিও জাবেদ হাসান তুষার, জয়েন্ট ট্রেজারার যথাক্রমে লিও অভিজীত দে, লিও সাকিবের নাম ঘোষণা করা হয়। লিও ক্লাব এডভাইজার লায়ন বিপুল কুমার বল ও সেঞ্চুরিয়ান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন অনুপ ভট্টাচার্য এই কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক ৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন মাল্টিপল ডিষ্ট্রিক প্রেসিডেন্ট লায়ন শাহরিয়ার ইকবাল, লিও ডিষ্ট্রিক প্রেসিডেন্ট (২৪-২৫) লিও দীপ্ত দে, লিও ডিষ্ট্রিক প্রেসিডেন্ট (২৫-২৬) লিও মো: শওকত, ক্লাব ডিরেক্টর যথাক্রমে লিও প্রকৌশলী জায়েদ বিন আলী, লিও মো: শহীদুল্লাহ সজীব, লিও মইনুল হাসান রিয়াদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০