মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১৬ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার গনিগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক ছাব্বির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দলের সভাপতি ডাঃ নজরুল ইসলাম রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা যুব দল নেতা দিলোয়ার হুসেন,সৈয়দ আহমদ, এইচ,এম নাছির,জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক, জেলা মোটর চালক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হেলিম, ৭নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল আওয়াল,রফিক উদ্দিন, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (তাজির) সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ, সহ-সাংগঠনিক আঙ্গুর মিয়া প্রমূখ।