মোঃ আবু সঈদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার সুনামধন্য ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্হার উদ্দ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০১৯ অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুর দেড় ঘটিকায় জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ ও সমমান মাদ্রাসা পর্যায়ের স্ব-স্ব
শিক্ষা প্রতিষ্টানে একযোগে বিজয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
জানা যায়, সংগঠনের আয়োজনে ৩য় পর্বের উক্ত প্রতিযোগিতা বাস্তবায়ন করার লক্ষ্যে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র শীলকে আহবায়ক ও সিনিয়র সদস্য সুদীপ কুমার দাস সুব্রতকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সাধারণ জ্ঞান প্রতিযোগিতা বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন হিমেল, সাধারণ সম্পাদক আবু সালেহ জনি ও প্রতিযোগিতা বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক রিংকু চন্দ্র শীল জানান, জেলার ৪০ টি কেন্দ্রে প্রায় দুই হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করে।
তারা আরও জানান, বিজয় সমাজ কল্যাণ সংস্থা সুনামগঞ্জ জেলার একটি বড় সামাজিক সংগঠন।
সুনামগঞ্জ জেলার একগুচ্ছ শিক্ষিত তরুণদের নিয়ে ১ লা জানুয়ারী-২০১০ সালে এই সংগঠনের যাত্রা। শিক্ষার্থীদের মধে সামাজিক মনোভব সৃষ্টি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী বাছাই করে এদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের শিক্ষার মান বৃদ্ধি পেতে পারে।
প্রতিযোগিতায় ১ম ধাপে নির্বাচিতদের নিয়ে ২য় ধাপে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত মেধাবীদর জন্য ১ম পুরস্কার রয়েছে একটি কম্পিউটার, ২য় একটি বাইসাইকেল এবং ৩য় মেধাবীর জন্য রয়েছে একটি পড়ার চেয়ার টেবিল। তাছাড়া আরও শতাধিক বিশেষ পুরস্কার রয়েছে।
তারা, প্রতিযোগিতায় সহযোগিতাকারী সংগঠনের সকল সদস্য ও স্ব-স্ব প্রতিষ্টানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০