মো: শহীদুল্লাহ সজীব, চট্টগ্রাম:
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংস্থা সালমা আদিল ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশ ও বাঁশখালীর চারটি স্কুলের মেধাবী,অস্বচ্ছল এস.এস.সি পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
স্কুল গুলো হলো চন্দনাইশের জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়, জোয়ারা খানখানাবাদ নতুন চন্দ্র সিংহ উচ্চ বিদ্যালয়, ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং বাঁশখালীর বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়।
অস্বচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সালমা আদিল ফাউন্ডেশন (SAF) এর চেয়ারম্যান লায়ন সালমা আদিল এমজেএফ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা পরিষদের সভাপতির নেতৃত্বে অনুদানের চেক প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিকট হস্তান্তর করা হয়। অনুদান প্রাপ্ত ছাত্র ছাত্রী, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকমণ্ডলী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ অভিভাবক মহল এবং এলাকাবাসী সালমা আদিল ফাউন্ডেশনের
এধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভুয়সী প্রশংসা করেন। এর ফলে অনগ্রসর, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা আরো প্রমাণ করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সালমা আদিল ফাউন্ডেশন ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুনর্নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে আর্থিক অনুদান, নারী শিক্ষার প্রসার সহ সমাজ সচেতনতা মুলক মানবিক কাজে নিয়মিত ভূমিকা রেখে আসছে৷ এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সালমা আদিল ফাউন্ডেশন (SAF)এর চেয়ারম্যান লায়ন সালমা আদিল এমজেএফ সারা বছর জুড়ে অতীতের ন্যায় সাধারণ ভাগ্যহত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০