রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক তুহিন ও মৌলভীবাজারে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার প্রেসক্লাব ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমদ এর সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সভাপতি হোসাইন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, সিনিয়র সহ-সভাপতি মৌসুফ এ চৌধুরী, ক্রীড়া সংগঠক এডভোকেট মোস্তাক আহমদ মম, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, দৈনিক গণজাগর এর নির্বাহী সম্পাদক সমসাদ আহমদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আব্দুর রব, যমুনা টিভি’র আফরোজ আহমদ, শাহনেওয়াজ চৌধুরী সুমন, ডিবিসি নিউ এর ওমর ফারুক নাঈম, জিটিভি’র আশরাফ আলী ও রুমান আহমদ সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০