তাইবুর রহমান (সিলেট থেকে)
সাংবাদিকতা একটি মহান পেশা। একজন সাংবাদিককে সকল পেশার মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। এ পেশার লোকজনকে অনেকেই জাতির বিবেক বলে থাকেন। প্রকৃত সাংবাদিকের কোন দেশ কাল পাত্র নেই। তারা জগৎ সভার এক একজন পরীক্ষক ও নিরীক্ষক।
এক বার্তায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমান বলেন তিন টি বিষয় আমাদের লক্ষ রেখে সাংবাদিকতা পেশায় কাজ করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই সততা, বস্তুনিষ্টতা ও স্বচ্ছতা অবলম্বন করতে হবে। কিন্তু এই তিন বিষয় থেকে আমরা দূরে সরে গেছি বলে অপসাংবাদিকতা শুরু হয়েছে।
মনে রাখতে হবে সাংবাদিকতা একটা পেশা, শখ পূরণের জায়গা এটা নয়। যে বা যারা ধান্দাবাজি ও শখের বসে সাংবাদিকতা করতে আসেন, আমি মনে করি তাদের কারণেই এই মহান পেশাকে একদিন মানুষ ঘৃণা করবে। মফস্বলে অপসাংবাদিকতা রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো এমন এক সময় আসবে এ পেশার মান মর্যাদা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আর এজন্য পেশাদার সংবাদকর্মীদের এখনই এগিয়ে আসতে হবে নিজ উদ্যাগে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০