তাওসিফুল ইসলাম :
১৮ই অক্টোবর গুলশানের ৭৯ নং সড়কে রিকশায় করে যাচ্ছিলেন পপি এবং তার বন্ধু এলেনা। গুলশানের ২ নং রোড থেকে আসা একটা কালো গাড়ি রিকশায় দ্রুত গতিতে তাদেরকে চাপা দেয়। তাদেরকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেও পপিকে বাঁচানো যায়নি।
পপির স্মরণে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ইরফান বলেন, "এই পাষবিক দুর্ঘটনার জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ শোক প্রকাশ করছি।এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফোটেজ দেখলেই বুঝা যায় সব। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।"
তিনি আরো বলেন, "সংবিধানের ২৭ নং ধারা অনুযায়ী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তাহলে কেন এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হবে?"
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, "পার্বত্য চট্টগ্রামে যেকোনো ধরনের দুর্ঘটনা এবং মর্মান্তিক ঘটনায় আমরা খুব ব্যাহত হই। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠ তুলে আসছে এবং সামনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। পপির শোকাহত পরিবারের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।"
পরবর্তীতে অপরাজেয় বাংলার পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০