বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার জেলা কমিশনার ও স্কাউট লিডার মনোনীত হওয়ায় বোয়ালখালীর দুই স্কাউটার মোহাম্মদ আলী ও জানে আলমকে বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সহ সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আকতার, যুগ্ম সম্পাদক মো. ফারুক ইসলাম, উপজেলা স্কাউট লিডার এস এম গোলাম মোস্তাফা, স্কাউটার মোহাম্মদ হোসাইন মাহমুদ ও নুরুল কবির।
এসময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ জেলা কমিশনার মোহাম্মদ আলী ও জেলা স্কাউট লিডার জানে আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। সেসাথে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০