নিজস্ব প্রতিবেদক :
২৩ ই জানুয়ারি ফটিকছড়ি উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে ৮ দফা দাবি সংবলিত স্মারক লিপি প্রদান করা হয় ইউএনও ।
স্মারকলিপিতে গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি, ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলন, রাবার সহ জাতীয় সম্পদ পাচার বন্ধে কার্যকরী পদক্ষেপ এবং শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি) এবং ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ এর সাথে বৈঠক করেন। বৈঠকে উক্ত কর্মকর্তারা ছাত্র অধিকার পরিষদ এর দাবির সাথে ঐক্যমত পোষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদ উত্তর জেলা সভাপতি রবিউল হাসান তানজিম, উপজেলা আহবায়ক মাহফুজুল হক ও সদস্য সচিব মাহমুদুল হাসান ইমন সহ উপজেলা ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।