মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারস্হ চত্বরে উপজেলা বিএনপি'র একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলনে বক্তারা নবগঠিত কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ এনে কমিটি প্রত্যাখান করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, যা প্রকৃত দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করেছে।
তারা দাবি করেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। দলীয় আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে এ কমিটি গঠনের কারণে তৃণমূল নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করছেন। বক্তারা আওয়ামীপন্থীদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি সলিব নূর বাচ্চু।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি শের আলী, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হোসেন,জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ জমিল মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, মোফাসসির আহমদ রিয়াদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ হৃদয়,উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান রেজুয়ান,তপু ইসলাম ইমন, তাকিন মিয়া,ফখরুল ইসলাম রিহান,নাইম আহমদ,সালে আহমদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০