ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

শরণখোলায় ছাত্র অধিকার পরিষদ’র কমিটি গঠন। 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

মো. আব্দুল করিম  গাজী,শরণখোলা বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ছাত্র অধিকার পরিষদ শাখার ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

মোঃ মেহেদী হাসান সভাপতি ও মোঃ কাইউম হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।

কার্যকরী কমিটিতে অন্যদের মধ্যে  ,
সিঃ সহ-সভাপতি শামিম ইসলাম (শাওন), সহ-সভাপতি শুকুর আমিন, সহ-সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেপাই, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম ফেরদাউস ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সজল, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ূব খান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক সাগর বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত আফ্রিদী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহিরুল ইসলাম (শুভ),অর্থ সম্পাদক রাইমুন ইসলাম সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সহক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম সহ ৬৭ সদস্যদের কমিটি গত ১২ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ গঠন করা হয়। 

(২৩ডিসেম্বর )সোমবার বিকেলে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন,

বিগত ১৭ ই ফেব্রুয়ারি ২০১৮ ইং ,সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন “কোটা সংস্কার কে কেন্দ্র করে গড়ে ওঠা “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ” বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই সকল অন্যায়, অনিয়ম এবং অপরাজনীতির  বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল সংগঠনটি। দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে ছাত্রদের অধিকার এবং সামাজিক কর্মকাণ্ডে ছাত্র অধিকার পরিষদ ছিল সদা তৎপর। 

ছাত্র অধিকার পরিষদের এই অধিকার মুখী ভূমিকা বজায় রাখতে শহর থেকে গ্রামের প্রত্যান্ত অঞ্চলে  কার্যক্রম বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার সুন্দরবন ঘেরা শরণখোলা উপজেলায় ছাত্র অধিকার পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট নব্য কমিটি গঠিত হয়েছে। 

সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, আমরা দলীয় দাসত্ব ও লেজুড় ভিত্তিক রাজনীতির বিপরীতে সমাজের প্রতিটি ক্ষেত্রে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে সকল ধরনের যৌক্তিক ও ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সর্বদা ছাত্র সমাজ ও দেশবাসীর পাশে থাকতে প্রস্তুত। 

সময়ের প্রয়োজনেই এই সংগঠন ছাত্র সমাজসহ সমগ্র দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 

অত্যন্ত দ্রুততার সাথে দেশব্যাপী বিস্তৃত হয়ে পড়েছে এই সংগঠনের কার্যক্রম। তাই  জনতার অধিকার আদায়ে সোচ্চার, সৎ, সাহসী, দেশপ্রেমী, বুদ্ধিদীপ্ত, স্বপ্নবাজ, প্রানোচ্ছল এবং তরুণ সমাজকে এই সংগ্রামে অংশগ্রহণে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

151 Views

আরও পড়ুন

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

রাবিতে আছিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে হামলা, আহত ৫

চকরিয়ায় সাধারণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ১২ মামলার আসামি মনিরসহ গ্রেপ্তার ৩, মাদক উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি পূর্ণগঠন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নিহত-১

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত