মো: শহীদুল্লাহ সজীব, হাটহাজারী:
প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ান ও লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবালের উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সহযোগিতায় ২৫ জুলাই শুক্রবার সকালে হাটহাজারীর নন্দীরহাট এলাকার শ্রী শ্রী লোকনাথ আশ্রম প্রাঙ্গণে গাছের চারা রোপন, বিতরণ ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জোন চেয়ারপারসন ক্লাব ও লিও ক্লাব এডভাইজার লায়ন বিপুল কুমার বল।
প্রোগ্রামে আরো ছিলেন লায়ন ডিষ্ট্রিক হেড কোয়াটার লায়ন তপন কান্তি দাশ, জোন চেয়ারপার্সন সার্ভিস লায়ন সুব্রত, সেঞ্চুরিয়ান লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন অনুপ ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট লায়ন অনিক চন্দ শীল, সেক্রেটারি লায়ন টিটন চৌধুরী, লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন রামকৃষ্ণ নাথ, লায়ন টুর্পন শর্মা, আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি লায়ন ঝুলন কুমার দাশ, সেক্রেটারি টিংকু চৌধুরী, ট্রাস্টি নিহার মল্লিক, সেঞ্চুরিয়ান লিও ক্লাব প্রেসিডেন্ট লিও তুহিন অভি, ভাইস প্রেসিডেন্ট লিও আবদুল করিম, জয়েন্ট সেক্রেটারি লিও কামরুল হাসান রাব্বি, ট্রেজারার লিও জাবেদ হাসান তুষার, জয়েন্ট ট্রেজারার অভিজিৎ দে, লিও রাহিক ফারহান, আবদুল্লা ফয়সাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০