প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন প্রায় ১২০টি অবৈধ পরিবেশ বিধ্বংসী ইট ভাটা নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রস্তুতকালে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড -এর সাংবাদিক আবু আজাদ উপর হামলা, অস্ত্রের মুখে অপহরণ, বেআইনি আটক, হত্যা প্রচেষ্টার ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন – বিএইচআরএফ সংগঠনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান, মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহ্সান, মানবাধিকার আইনবিদ এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট এএইচএম জসীম উদ্দিন, এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট ফজলুল বারী, এডভোকেট মোহাম্মদুন্নবী শিমুল, এডভোকেট মীর ইকরাম উদ্দীন আলমগীর, এডভোকেট প্রদীপ আইচ (দীপু), এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি, এডভোকেট এ এইচ এম জসীম উদ্দীন, এডভোকেট খুশনুদ রাইসা উশিকা, এডভোকেট নুরুল আলম চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট মোহাম্মদ আব্দুল মালেক, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান), এডভোকেট মোহাম্মদ রহিম উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মোঃ নূর মিয়া, এডভোকেট মাকছুদুজ জামান, এডভোকেট সৃজন ধর, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট পরেশ চন্দ্র দাশ, এডভোকেট মোহাম্মদ রাশেদ ফারুকী, এডভোকেট আব্দুল আজিজুল হক চৌধুরী, এডভোকেট আলহাজ্ব এম নুরুল আবছার, এডভোকেট দিলিপ কান্তি সুশীল , এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট সাকী এ কাউসার, এডভোকেট সাব্বির আহমদ, এডভোকেট এরশাদ মোহাম্মদ ইয়াহিয়া সিকদার, এডভোকেট সাইফুদ্দীন খালেদ , এডভোকেট আবু ঈসা , এডভোকেট মোহাম্মদ ওসমান আলী, এডভোকেট আশফাক আহম্মদ চৌধুরী, এডভোকেট আব্দুল আমিন, এডভোকেট সাইফুদ্দিন মানিক, এডভোকেট খন্দকার মিজানুর রহমান, এডভোকেট মোহাম্মদ শাহজাহান, এডভোকেট হোসেন শহীদ সহরাওয়ার্দী, এডভোকেট মোহাম্মদ আবুল খায়ের , এডভোকেট মোহাম্মদ মোরশিদ আলম, এডভোকেট আব্দুস সালাম, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মনোয়ারা আক্তার বৃষ্টি, এডভোকেট মঞ্জুর মোরর্শেদ ভূঁইয়া, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট স্বপন কুমার চৌধুরী, এডভোকেট প্রণব কুমার বিশ্বাস, এডভোকেট মোহাম্মদ সাজ্জাদ শরীফ, এডভোকেট আলহাজ্ব আবদুচ ছত্তার, এডভোকটে জান্নাতুল নাঈম রুমানা, এডভোকেট মোহাম্মদ ইমরান, এডভোকেট জিয়াউদ্দীন বাবলু, এডভোকেট আবু বক্কর তালুকদার, এডভোকেট রুমানা ইয়াসমিন , এডভোকেট আনোয়ার আলী, এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, এডভোকেট কানিজ কাঊসার চৌধুরী, এডভোকেট কাজী মফিজুর রহমান, এডভোকেট কাজী সফর ইসলাম (সাগর), এডভোকেট আবু ওবায়দা মোঃ সাইদ, দৃষ্টি প্রতিবন্ধী এডভোকেট খাদেমুল ইসলামসহ সর্বমোট ১০১ জন মানবাধিকার আইনবিদের প্রদত্ত এক যৌথ বিবৃতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে মানবাধিকার, সংবিধান, বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী বলে উল্লেখ করেন ।
তাঁরা বলেন, সংবাদ পরিবেশনকালে তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা দেখা রাষ্ট্র ও প্রশাসনকেই সহায়তা করে। সরকারী অনুমোদন বিহীন ইটভাটা সংবাদ সংগ্রহে বাধা প্রদানকারী গণ দুশমনদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তারা ।
এ ব্যাপারে সরকারের পরিবেশ অধিদপ্তরের নিলির্প্ততার ও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। সাংবাদিক নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হইবে মর্মে তাঁরা মত প্রকাশ করেন এবং নির্যাতিত সাংবাদিককে প্রয়োজনীয় আইনী সহায়তা করার অঙ্গীকার করেন ।