ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

মুলাদিতে জলবায়ু পরিবর্তন নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
তানজীল ইসলাম শুভ
২৯ অক্টোবর ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আজ ২৯ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার)  বরিশালের মুলাদিতে শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে শিক্ষিত করার লক্ষ্যে “শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেইন্ট- বাংলাদেশ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর আর্থিক এবং কারিগরি সহায়তায় পরিচালিত “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের আওতায়  প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে চরলক্ষ্মীপুর বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল মনসুর  , যিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের দেশের শিশুদের ভবিষ্যতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে, যা ভবিষ্যতে তাদেরকে পরিবেশ সংরক্ষণে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

শিশুরা রচনাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো তুলে ধরে। তাদের লেখায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনেক শিক্ষার্থী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, এবং জ্বালানি সাশ্রয়ের মতো পদক্ষেপের ওপর জোর দেয়।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের সহকারী মিল অফিসার সামশুল হক , যিনি বলেন, জলবায়ু পরিবর্তন শিশুদের শিক্ষার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, বিশেষত যেসব অঞ্চল ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির সম্মুখীন হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ স্কুল ধ্বংস করে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কঠিন করে তোলে। এছাড়া “শিশুরা যদি ছোট থেকেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হয়, তাহলে ভবিষ্যতে তারা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের মুলাদির ইউনিয়ন ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য) অলিউল ইসলাম, হাবিবা তানজিলাসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালসহ  অন্যান্যরা।

সবশেষে বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মধ্যে সনদপত্র ও পরিবেশ বিষয়ক বিভিন্ন বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও পড়ুন

শান্তিগঞ্জে কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা ‎

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে