******************************************
টেকনাফে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মানসিক রোগীদেরকে এনআইডি কার্ড না থাকা স্বত্বেও অবহেলিত জনগোষ্ঠী হওয়ায় টিকার আওতায় আনা হয়েছে। টেকনাফ এ টিকাদানের মধ্যে মানসিক রোগী ৮৮ জন। ২৭শে ফেব্রুয়ারি টেকনাফে মানসিক রোগীদের মাঝে ২য় ডোজ উদ্বোধনকালীন মারোতের কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন ভুইয়া, মিরাস উদ্দিন, মারোত সেবা কেন্দ্রের আহবায়ক ফেরদাউস ইসলাম, রুপন শর্মা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, সবাইকে করোনা মুক্ত রাখার জন্য আমরা টেকনাফের মানসিক রোগীদেরকে টিকা দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছি। গত ১লা ডিসেম্বর এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান। পাশাপাশি টিকা দেওয়াসহ আরও সমসাময়িক বিষয়ে অনুষ্ঠান প্রচার করে সচেতন করায় আমি একলাব-রেডিও নাফ, ইউনিসেফকে ধন্যবাদ জানান। ইউএনও পারভেজ চৌধুরী বলেন, আপনারা যারা এখনো করোনা ভাইরাসের টিকা দেননাই রেজিষ্ট্রেশন করে দ্রুত টিকা নিন ও টিকা নিতে অন্যকে উৎসাহিত করুন। পাশাপাশি সময়ানুযায়ী করোনা ভাইরাসের টিকা দেওয়া চলমান থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০