মাদারীপুর প্রতিনিধি সৌরভ :
ঐতিহ্য ও সংগ্রাম এর কথা বলতে গেলে যে কলেজের নাম সর্ব প্রথম চলে আসে সেটি সরকারি তিতুমীর কলেজ। যার সাথে জড়িত বাংলাদেশের গৌরবময় ইতিহাস। শত শত মেধাবীদের পথ চারণায় মুখরিত তিতুমীর কলেজ।
আজ ৯/১০/২০২৪ ইং তারিখ রোজ বুধবার তিতুমীর কলেজস্থ মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। মাহতিম অহিদুল সভাপতি ও আবু সাঈদ কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বুধবার ৯ জন উপদেষ্টার সম্মতিক্রমে ও সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং ৪ জন উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত আংশিক কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবী নিম্নে উল্লেখ করা হলো :
উপদেষ্টা – আল আমিন মাতুব্বর,জসিম রানা, আসলাম মাহমুদুল হাওলাদার,রাকিব হোসেন (তুষার),আবু বক্কর সিদ্দিক, রহমত হোসেন, জহুরুল ইসলাম (জহির), মোজাম্মেল হোসেন
সভাপতি – মাহাতিম অহিদুল, সিনিয়র সহ-সভাপতি – রাসেল মাঝি, সহ-সভাপতি – রবিউল হাসান আর এস রাজিব,জাহিদ হাসান
সাধারন সম্পাদক – আবু সাঈদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – শ্রাবণ,যুগ্ম সাধারণ সম্পাদক – সাইফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক – আরাফাত, আবু রুবায়েত প্রচার সম্পাদক – মুনতাসির হাওলাদার দীপন, দপ্তর সম্পাদক – মোহাম্মদ তুহিন,অর্থ বিষয়ক সম্পাদক – আব্দুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক – মোহাম্মদ কাউসার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ
পরবর্তী ১ মাসের মধ্যে তিতুমীর কলেজস্থ মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে।
উপদেষ্টা মোঃ আল আমিন বলেন -আমরা একতাবদ্ধ হয়ে সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটির গঠন করব |