নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ এ অংশগ্রহণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখা।
প্লাটুন লিডার চৌকস ফুলকুঁড়ি হামিম বিন হামিদ এর নেতৃত্বে অবিভাদন জানায় কক্সবাজার জেলার জেলা প্রশাসক জনাব সালাহউদ্দিন কে।
উল্লেখ্য যে জাতীয় শিশুকিশোর সংগঠন সারাদেশব্যাপি ১৯৭৪ সাল থে শিশুকিশোরদের একতা,শিক্ষা,চরিত্র,সাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে সামনে নিয়ে কাজ করে আসছে।❝পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো❞ এই অনন্য স্লোগানকে ধারণ করে শিশুদের মেধা ও মনন বিকাশে অনন্য ভূমিকা পালন করছে ফুলকুঁড়ি আসর।