নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা সাধারণ সম্পাদক রাশেদুল হকের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর রাত ৯টায় হাসপাতাল স্থানীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ-সভাপতি সাইদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর।
আরো উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিকনেতা আমীর আহমেদ, শহর সহ-সাধারণ সম্পাদক আলম মাসুদ,
অর্থ সম্পাদক বেলাল উদ্দিন, শ্রমিক নেতা নবী হোসেন, নুর হোছাইন, নুরুল আমীন, গোলাম মোস্তফা,
ফেরদৌস আলম, শহিদুল ইসলাম, আজিজ উদ্দিন দিনার, হোসনে মোবারক শাহিন প্রমুখ।
১৬ ডিসেম্বর সকাল ৯-৩০মিনিটে বড় বাজার জামেমসজিদ রোড় থেকে বর্ণাঢ্য র্যালী সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
নেতৃবৃন্দ সকল জনশক্তিকে সর্বাত্মক সহযোগিতা করে প্রোগ্রাম সফল করার আহ্বান জানান।