ছাইদুর রহমান, ব্রাহ্মণপাড়া(কুমিল্লা):
আজ ৩০ জুন শুক্রবার সকাল থেকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় কোরবানির গোশত বিতরণ ও এলাকার জনগনের খোঁজ খবর নিলেন এবং অসহায় মানুষদের মাঝে কুরবানীর গোশত বিতরণ করলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিক।
শুক্রবার সকাল হতে ২টি গরু কোরবানি দিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে তা বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিবিরের সাবেক সভাপতি ড.মোবারক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
গোশত বিতরণ পরবর্তী তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়ন, সাহেবাবাদ ইউনিয়ন, শিদলাই ইউনিয়ন, মাধুবপুর ইউনিয়নসহ এলাকার বিভিন্ন হাটবাজারে গন সংযোগ করেন এবং এলাকার মান্যগণ্য ও অসহায় ব্যক্তিদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমদ লাভলুর মরহুম পিতাসহ গণ্যমান্য পরলোকগত ব্যক্তিবর্গদের কবর জিয়ারতের মাধ্যমে আত্মার মাগফেরাত কামনা করেন।