বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বৈদ্যপাড়া শাক্যমুনি বিহার প্রাঙ্গণে সকালে রাহুল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশপ্রিয় বড়ুয়া। এতে তেরটি বৌদ্ধ গ্রামের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক অধীর বড়ুয়া। আরো বক্তব্য রাখেন সাবেক কার্যকরী সভাপতি ডা. শুভময় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া, প্রকৌশলী জয়সেন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, মিলু বড়ুয়া, আহ্বায়ক সমীরণ বড়ুয়া টিটু, সাবেক সম্পাদক পল্টু বড়ুয়া, বাণীব্রত চৌধুরী, রাজু বড়ুয়া, উত্তম বড়ুয়া, অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, রাজীব বড়ুয়া, রূপক বড়ুয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য প্রকৌশলী জয়সেন বড়ুয়াকে সভাপতি, মিলু বড়ুয়াকে কার্যকরী সভাপতি, ডা. মিহির বরণ বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও যেশু বড়ুয়া চৌধুরীকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়।