বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বিদায় ও পাঁচজন প্রধান শিক্ষকের অবসরকালীন সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী। প্রধান শিক্ষক ইসমাত ফারজানা ও সহকারী শিক্ষক মো. ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ।
প্রধান বক্তা ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দীন। এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর ও শাহরিয়ার সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য ও শিবলু দাশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক আশীষ শর্মা, শিল্পী রায়, রোকসানা বেগম, সুপ্রিয়া দে। এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজির আহমদ, সৈয়দ মো. নুরুল হুদা চৌধুরী, তৌহিদুল হাছান প্রমুখ।