বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরাস্থ লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া ও মহিয়সী নারী মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের বার্ষিক প্রান্তিক সন্মাননা আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
শাকপুরার ৫নং ওয়ার্ডের লালচাঁদ বাড়ীস্থ সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশান ভূমি চত্বরে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিতব্য এ সন্মাননা অনুষ্ঠানে রাঙ্গুনিয়া,রাউজান,বোয়ালখালী, পটিয়া,কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া উপজেলার প্রায় অর্ধশতাধিক কবরবন্ধু-শ্মশানবন্ধু-সমাজসেবা-শিক্ষা-শ্বশুরশ্বাশুড়ি সেবা গৃহবধূসহ দেশ ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীদের আনুষ্ঠানিক সন্মাননা দেয়া হবে। এতে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য: সংগঠনটি ২০০৯ সাল থেকে এ প্রান্তিক সন্মাননা অনুষ্ঠান আয়োজন করে এ পর্যন্ত ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রায় ১ হাজার ৫শ জন গুণীকে সন্মাননা প্রদান করেছে। এছাড়া সংগঠনটি এলাকার রাস্তা-ঘাট উন্নয়নসহ গরীব-দুঃখীদের সেবায় কাজ করছে। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে সাফল্য মন্ডিত করার জন্য অনুরোধ করা হয়েছে।