

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ও বোয়ালখালী উপজেলা স্কাউটসের অর্থায়নে আজ শনিবার (১৯ জুলাই) ৪২৫তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে (স্বাধীনতা) অনুষ্ঠিত কোর্সে কোর্স লিডার ছিলেন মো. মুজিবুর রহমান ফারুকী (এলটি)।
এতে প্রশিক্ষক ছিলেন আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) জাকের আহমদ (এলটি), আঞ্চলিক সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা স্কাউট লিডার এস এম গোলাম মোস্তফা।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, সুন্দর সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব অনস্বীকার্য। শিক্ষার্থীদের বিপথগামীতা রোধে স্কাউটিং অসামান্য ভূমিকা রাখে। একজন স্কাউটার সব সময় নীতি, আদর্শে বলীয়ান হয়ে সমাজ ও দেশের সেবায় আত্ম নিয়োগ করে। তাই স্কাউটিং কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার মো. মুজিবুর রহমান ফারুকী।
এসময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সম্পাদক মো. নুরুল আকতার, যুগ্ম সম্পাদক মো. ফারুক ইসলাম, রোভার আবু কাইয়ুম ও রিমেল বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০