বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে পাঁচদিন ব্যাপী ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে। গত ৩০ এপ্রিল (বুধবার) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার ইকবাল হুসাইন এ.এল.টি।
স্কাউটার মো. ফারুক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুর উর রশীদ।
পৌরসভার পূর্ব গোমদণ্ডী আলহাজ বদরুচ মেহের উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, প্রধান শিক্ষক নজির আহমদ, মো. ইলিয়াস, নাছির উদ্দিন মোহাম্মদ ইউসুফ, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ছালেহা বেগম এল.টি, রূপাঞ্জলী ধর এ.এল.টি, প্রবীর কান্তি মজুমদার এ.এল.টি, উডব্যাজার এম মছিবুর রহমান, মো. ফারুক ইসলাম, সুরঞ্জনা দে ও সোমনাথ চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে বোয়ালখালী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা অংশ নিচ্ছেন।
এদিকে, বুধবার বিকেলে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০