বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। দুর্নীতি প্রতিরোধ কমিটি বোয়ালখালী উপজেলার সভাপতি মো. নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, পিসি সেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলে দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পাবে না।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।