নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম বলেন, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে
যেকোনো জুলুম-নিপীড়নকে রুখে দিয়ে বৈষম্যমুক্ত শ্রমিকাঙ্গান তৈরী করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
কক্সবাজার জেলার উদ্যােগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সাইদুল আলম, জেলা শ্রমিক পরিবহন ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কার্য্যনিবার্হী সদস্য সরওয়ারুল ইসলাম,
রামু উপজেলা সভাপতি মুক্তার আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, কক্সবাজার সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, ঈদগাহ উপজেলা সভাপতি কামাল পাশা, সাধারণ সম্পাদক বশির আহমেদ, মহেশখালী দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আবদুল হক হক্কানি,
মহেশখালী উত্তরের সভাপতি আনসারুল হক,পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান চৌধুরী, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল কাদের, পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ছৈয়দ নুর, পর্যটন অঞ্চল সহ-সভাপতি কবির আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন,একটি সমৃদ্ধ, ইনসাফপূর্ণ এবং নাগরিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র বিনির্মাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে, তাই আসুন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে, বৈষম্যমুক্ত শ্রমিকাঙ্গন বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হয়।