এম আই সৌরভ,মাদারীপুর প্রতিনিধি :
বিরামহীনভাবে বানভাসি মানুষের জন্য কাজ করেছে মাদারীপুর জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন’দুরন্ত মাদারীপুর’ও মহিষের চর যুব সমাজের সদস্যরা।
গত কয়েকদিন ধরে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যা দেখা যায়। দুরন্ত মাদারীপুর ও মহিষের চর যুব সমাজের একাধিক টিম শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
উক্ত সংগঠনের বিতরণীয় কার্যক্রমের মধ্যে ছিল ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী, ৪০০ বোতল পানি, ৪০০ পাতিল, এছাড়াও ২৫ বস্তা চাল এবং পাঁচ বস্তা ডাল আলাদা আলাদা করে বিতরণ করে এবং আশ্রয়স্থল প্রকল্পে এবং এতিমখানা যেখানে বানভাসি মানুষের জন্য খাবার রান্না করা হয়।
দুরন্ত মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাসুদ পারভেজ। দুরন্ত মাদারীপুর সংগঠনের এ্যাডমিন অনিক আহমেদ, রাশেদ, এবং সার্বক্ষনিক সহযোগীতার ভুমিকা পালন করেন উক্ত সংগঠনের সিনিয়ার সহ সভাপতি প্রবাসী জুয়েল বাঘা, রাকিব হাসান বকুল ও প্রধান সমন্বয়ক টি এম কবির সহ অনেক স্বেচ্ছাসেবীরা
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাসুদ পারভেজ বলেন বলেন, বন্যাদুর্গতদের মাঝে দুরন্ত মাদারীপুর পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করে আসছি। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।