বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে (স্বাধীনতা) আয়োজিত সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কমিশনার এস এম শাহনেওয়াজ আলী মির্জা।
সাধারণ সম্পাদক নুরুল আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার স্কাউট লিডার জানে আলম, প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী, নজির আহমদ, মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ।