নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় আঞ্চলিক সাংগঠনিক ওয়ার্কশপ গতকাল বৃহস্পতিবার আঞ্চলিক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
অঞ্চলের সম্পাদক এম. মিজানুর রহমান এলটির সভাপতিত্বে এবং আঞ্চলিক যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান চৌধুরী এলটির সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি)। এতে প্রধান অতিথি ছিলেন মাওয়া গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাজি মোহাম্মদ আলম (ববি)।
আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক সহ-সভাপতি আব্দুস সাত্তার, এল টি, কোষাধ্যক্ষ প্রফেসর ছালেহ আহম্মদ পাটোয়ারী, এলটি। ডিআরসি (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মো. আকতার হোসেন এলটি, ডিআরসি (সংগঠন) মো. সোলাইমান এলটি, ডিআরসি (মেম্বারশিপ রেজিস্ট্রেশন) মুজিবুর রহমান ফারুকী এলটি, আঞ্চলিক উপ পরিচালক সত্য রঞ্জন বর্মন, সহকারী পরিচালক ফিরোজ ইমরান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০