ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

বজলুল মজিদ খসরু হাওরবাসীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন

প্রতিবেদক
নিউজ ভিশন
৩ মার্চ ২০২১, ২:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার ::
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, বজলুল মজিদ চৌধুরী খসরু হাওরবাসীর বন্ধু ছিলেন, অসাম্প্রদায়িক সমাজ বির্নিমানের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। ৭১ এ জাতির ক্রান্তি লগ্নে অস্ত্র হাতে রণাঙ্গনে জীবন বাজি রেখেছিলেন যিনি তিনিই ২০১৭ সালে হাওরবাসীর দুঃসময়ে নেতৃত্ব দিয়ে বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। অন্যায়-অবিচার, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান ছিলো আপোষহীন। হাওরবাসীর এমন একজন স্বজনের মহাপ্রস্তানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও শোধ হবার নয়। তিনি হাওরবাসীর হৃদয়ে আজীবন বেচে থাকবেন।

মঙ্গলাবার বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তারা এসময় বজলুল মজিদ চৌধুরী খসরুর স্মৃতিচারণ করে বলেন, চৌধুরী খসরু ছিলেন একজন আপাদমস্তক সজ্জন, সদালাপী, নীতিবান মানুষ। বহুমাত্রিক গুণের অধিকারী মানুষটি সততা ও নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করেছেন। বর্ণাঢ্য জীবনে আইনপেশার সাথে সাথে, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ নিয়ে গভেষণা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে অবদান রাখেন তিনি।

বক্তারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে ২০১৭ সালে যখন হাওর ডুবির ঘটনা ঘটে। হাওরবাসী যখন দিশেহারা তখনই মুক্তির পয়গান নিয়ে আসেন বজলুল মজিদ চৌধুরী খসরু । হাওর দুর্নীতিবাজদের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। যার হাতে গড়া সংগঠন আজ বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে। হাওরের মানুষের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করে গেছেন তিনি। এমন একজন মহারতিকে হারিয়ে সুনামগঞ্জবাসী শোকাহত।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরীর শুভর সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়।
শোকসভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে, নারী নেত্রী শীলা রায়, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সিনিয়র আইনজীবী সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, অ্যাডভোকেট চান মিয়া, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সংগঠনের সহ সভাপতি, চিত্তরঞ্জন তালুকাদার, সুকেন্দু সেন, স্বপন কুমার রায় দাস, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুুল করিম সাঈদ, হাওর বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি জালাল উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন দাস, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, সদর উপজেলা কমিটির সহ সভাপতি দুলাল মিয়া, সুনামগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া, সহ সভাপতি কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে- হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাজু আহমদ, জামালগঞ্জ শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ, বাঁধ বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা কমিটির নেতা তছকির আলী, শওকত ইসলাম, সলুকাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল প্রমুখ।

শোক সভায় মরহুমের ছেলের হাতে শোকবার্তা তুলে দেওয়া হয়।

92 Views

আরও পড়ুন

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ

ছাত্রনেতা সোহেল রানার জানাজা সম্পন্ন

কক্সবাজারে শ্রমিক কল্যাণের দিনব্যাপী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সম্পন্ন।

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

রাবিতে আছিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে হামলা, আহত ৫

চকরিয়ায় সাধারণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত