বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন বিভাগের রেস্ট হাউজে বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিঠির সদস্যরা প্রধান বন সংরক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী বলেন, সারাদেশে বন বিভাগের সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে বিবিসিএফ এর সদস্যরা। জীববৈচিত্র ও বন সংরক্ষণে বিবিসিএফ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি এসময় বিবিসিএফের কার্যক্রমের প্রশংসা করেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন
বিবিসিএফ কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি শামশুল আলম শ্রাবণ, সাধারণ সম্পাদক মিনার হাসান, প্রচার সম্পাদক তারেক হায়দার৷
বিগত সরকারের আমলে কিছু আমলা আর সরকারের দোসররা কক্সবাজারের পরিবেশকে ধ্বংস করেছে বলে সভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাহেদ মুহাম্মদ লাদেন৷
এ সময় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা মোল্যা রেজাউল করিম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সৌজন্য সাক্ষাৎকালে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মারুফ হোসাইন, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলাম’সহ বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিঠির সদস্যরা উপস্থিত ছিলেন৷