
নিজেস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কেশবপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন, কেশবপুর' এর ২০২২-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আসিব হাসানকে আহবায়ক এবং মোঃমেহেদী হাসান পিয়াসকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসাবে থাকছেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্ৰ সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহিতোষ বিশ্বাস, বশেমুরবিপ্রবির হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোলাইমান হোসেন মিন্টু, বশেমুরবিপ্রবির গনিত বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলার এএসপি মিঠুন কুন্ডু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক তরুন বসু, সাব ইন্সপেক্টর (সিআইডি) আরিফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক, ঋত্বিক রায়, সিনিয়র সহকারী জজ, চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত, খুলনা মোঃ নাজমুল কবীর, দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদ, আইএফআইসি ব্যাংক এর TAO শুভ গোলদার বাপ্পি
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন, মোঃ আলিমুল ইসলাম (জবি), মাহমুদ হাসান (বশেমুরবিপ্রবি), রাকিব (ঢাবি), তপু খান (নোবিপ্রবি), সুব্রত দেশুভ (খুবি), শ্রাবন্তী হরি (জবি), প্রিতম ঘোষ (যবিপ্রবি), মোঃ শাহরিয়ার (জবি), মাসুম বিল্লাহ (জাবি), আমিনূর (ঢাবি)
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হিমেল গোলদার (ববি), তাসনিম হাসান হৃদয় (ঢাবি), মাহাবুর রহমান (ববি), তুজামুল হক শিমুল (ববি), সাইফুল্লাহ মুত্তাকী (ববি), সিয়াস বিশ্বাস (রাবি), হৃদয় মহলদার (রাবি), মেহেদী (ঢাবি), সুব্রত গাইন (শেবাচিম), উৎসব সরকার (জবি), কাজল কুমার দাস (শাবিপ্রবি), মাহমুদুল ইসলাম (রাবি), অনীক (কুয়েট), শুভ্র ভট্টাচার্য (বশেমুবিপ্রবি), তাপস পাল (বশেমুরবিপ্রবি), দেবজয় সরকার (রাবি), উৎপল সরকার (ববি), তানজিম হাসান (বশেমুরবিপ্রবি), হুমায়ুন কবির (খুবি), দ্বীপজয় (ইবি), নুর ইসলাম ইমন (খুবি), মেহেদী হাসান (বশেমুরবিপ্রবি), নাজমুল হোসেন (ববি), হরিদাশ কুমার পাল (পবিপ্রবি), সাব্বির হাসান (চবি), শিপন সরকার (ববি), রবিউল হাসান (রাবি), রাসেল শেখ (ববি), মাসুদ রানা (ইবি), মোজাহিদ রহমান সোহান (বশেমুরবিপ্রবি), অমিত দাস (পবিপ্রবি), খালিদ ইবনে সাজিম (বশেমুরবিপ্রবি), ইমরান হোসেন (যবিপ্রবি), সাব্বির হোসেন (চবি), হাসিবুর রহমান (খুবি), জ্যোতি (ঢাবি), সৌমিক বসু (জবি), মিলন (ঢাবি)।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০