পলাশ(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে ছাত্রদল নেতাদের ওপর গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পলাশের ঘোড়াশাল পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকাল ৪টায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পলাশ থানার ফটকে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,পলাশ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
উল্লেখ, রবিবার সন্ধ্যায় পলাশ উপজেলা ছাত্রদল ও নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।
এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও সিএনজি চালক সোহেল গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশসহ অন্তত দশজন আহত হন। তাদের মধ্যে ইসমাঈলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ফজলুর কবির জুয়েলকে প্রধান করে ৯ জনের নামে ছাত্রদলের পক্ষ থেকে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।