ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মানছেনা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ;
পরিবেশ সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় অবাধে অবৈধ ইঁট ভাটা চালু রেখে পরিবেশ ধ্বংস করছে

প্রতিবেদক
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি –

গত ০৪/০৩/২৩ ইং দুপুর ১২ টায় চন্দনাইশের কাঞ্চননগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই কিলোমিটারের মধ্যে ১৭ টি অবৈধ ইঁট ভাটা পরিদর্শন ও চিহ্নিত করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ এর তথ্যানুসন্ধান টিম।

এসময় সাথে ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, মিডিয়া কর্মী ও সাংবাদিক বন্ধুরা। প্রশাসনের ছত্রছায়ায় টিকে থাকা এসব ইটভাটা মালিকরা এতই প্রভাবশালী যে তারা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের তোয়াক্কা করে না।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান এর নেতৃত্বে ১২ সদস্যের এক তথ্যানুসন্ধান টিম সরেজমিন পরিদর্শন শেষে এসব অবৈধ ইঁট ভাটার পরিবেশ বিদ্বেষী চলমান তান্ডব চিহ্নিত করে উচ্চাদালতের আদেশের আলোকে তাদের উচ্ছেদ পূর্বক পরিবেশ বাঁচানোর জন্যে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তদন্তটিম বলেন, এলাকার ঐতিহ্যবাহী কাঞ্চন পেয়ারা বাগান ও কাঞ্চনধানের চাষ ধ্বংস হয়ে গেছে, ক্ষেত কামারে ফলন নেই, ধূলায় ধোয়ায় বিবর্ণ হয়ে গেছে ফুলে সুশোভিত আম্রমঞ্জরী ও গাছের পাতা, জমির টপসয়েল বলতে কিছু নেই। এলাকাবাসী ভূগছে চর্মরোগ আর শ্বাসকষ্টে।

পরিবেশ অধিদপ্তরের বা মোবাইল কোর্ট নির্লিপ্ত এসব এলাকায়। ভয়ে মূখ খুলতে পারে না এলাকাবাসী।

আরও জানা যায়, পুরো চন্দনাইশে ২৫ টা অবৈধ ও ৬টা বৈধ ইট ভাটা আছে । শুধু কাঞ্চনাবাদেই আছে ১৭টির অবৈধ ইঁট ভাটা। যেখানে স্থানীয় কয়েকজন জন প্রতিনিধির মালিকানাধীন ইটভাটা রয়েছে ।

নিম্নে ৩১টি বৈধ ও অবৈধ ইট ভাটার তালিকা প্রকাশ করা হলো – ১। মেসার্স আহমদ এন্ড ব্রাদার্স, মালিক: মোজাফফর আহম্মদ, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ২। মেসার্স কাশেম ব্রিক্স ম্যানু, মালিক: জনাব মো: আবুল কাশেম, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৩। মেসার্স শাহসূফি ব্রিক্স ম্যানু: (এসবিএম), মালিক- মোহাঃ ইদ্রিস, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৪। মেসার্স মরিয়ম ব্রিক্স ম্যানু: (এমবিএম), মালিক- দিলারা ইসলাম চৌধুরী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৫। মেসার্স বিসমিল্লাহ ব্রিক্স ম্যানু:, জনাব মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৬। মেসার্স আমিনুল হক এন্ড মোহাম্মদ আলী ব্রিক্স ম্যানু:, মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ,. চট্টগ্রাম, ৭। মেসার্স ন্যাশনাল ব্রিক্স ম্যানু:, মালিক- জনাব মোহাম্মদ গিয়াসউদ্দীন ও মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম , ৮। মেসার্স জে এমসি ব্রিক্স (নবায়ন), মালিক- নুরুল কাদের চৌধুরী, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৯। মেসার্স খাজা ব্রিক্স ম্যানু (ফাইভ বি এম), মালিক- মোহাম্মদ সোলাইমান, কাঞ্চনগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১০। মেসার্স শাহ আমানত ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ সোলাইমান, পূর্ব এলাহাবাদ, কাঞ্চনগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১১। মেসার্স এ বি.এম ব্রিক্স ম্যানু, মালিক- মো: ফজলুল হক সিরাজী, দক্ষিন কাঞ্চনগর, কাঞ্চনগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১২। মেসার্স থ্রী. বি. এম ব্রিক্স ম্যানু, মালিক- দিল মোহাম্মদ (আব্দুর শুক্কুর কোম্পানি), দক্ষিণ কাঞ্চননগর, কাঞ্চনাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৩। মেসার্স শাহ জোহাদীয়া ব্রিক্স ম্যানু , মালিক- মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৪। মের্সাস রহমানিয়া ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৫। মেসার্স চেীধুরী ব্রিক্স ম্যানু (সিবিএম),মালিক- তানবীরুল ইসলাম চেীধুরী, কাঞ্চননগর (বটতলী), চন্দনাইশ, চট্টগ্রাম, ১৬। মেসার্স কাঞ্চননগর ব্রিক্স ম্যানু, মালিক- জাহাঙ্গীর আলম, পূর্ব এলাহাবাদ কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৭। এম. এইচ. ওয়াই ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ নুরুল হাকিম, পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৮। মেসার্স ফোর বি.এম ব্রিক্স ম্যানু, মালিক- নবাব মিয়া, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ১৯। মেসার্স শাহ আমানত ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ বাদশা মিয়া, কাঞ্চননগর, পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম , ২০। মেসার্স রহিম ব্রিক্স ম্যানু, মালিক- আব্দুর রহিম, পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর, চন্দনাইশ, চট্টগ্রাম, ২১। মেসার্স শাহ আলী রজা (রঃ) ব্রিক্স ম্যানু: মালিকগণ- আমিন আহমেদ চেীধুরী, মোহাম্মদ আলী, পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম, ২২। মেসার্স এ আর ব্রিক্স ম্যানু: (এআরবি),মালিক-বাদশা মিয়া, হাসিম পুর চন্দনাইশ, চট্টগ্রাম, ২৩। মেসার্স নিউ আলী শাহ ব্রিক্স ম্যানু (এএইচএম),মালিক- মোহাম্মদ এরফানুর রহমান, হাসিমপুর চন্দনাইশ, চট্টগ্রাম, ২৪। মেসার্স এএইচ ব্রিক্স ম্যানু:, মালিক- জনাব মোহাম্মদ আয়াজ ইসলাম চেীধুরী, উত্তর হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম, ২৫। মেসার্স হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ব্রিক্স ম্যানু , মালিক-মোহাম্মদ আবু জাফর, মাইগাথা, বরমা, চন্দনাইশ, চট্টগ্রাম, ২৬ । মেসার্স সাতবাড়িয়া ব্রিক্স ম্যানু, মালিক- আসহাব মিয়া, সাতবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম , ২৭। মেসার্স বিসমিল্লাহ ব্রিক্স ম্যানু, মালিক- আবু তাহের, হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম, ২৮। মেসার্স বারো আউলিয়া ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ মফিজউদ্দিন
হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম, ২৯। মেসার্স খাজা ব্রিক্স ম্যানু, মালিক- বদিউল আলম
হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৩০। মেসার্স আলীশাহ ব্রিক্স (এবিএন),মালিক-মোহাম্মদ বদিউল আলম, হাসিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম, ৩১। মেসার্স খাজা ব্রিক্স ম্যানু, মালিক- মোহাম্মদ হারুনুর রশিদ, পূর্ব এলাহাবাদ, বরমা, মাইগাটা, চন্দনাইশ, চট্টগ্রাম ।

এমতাবস্থায় অবিলম্বে এসব অবৈধভাবে পরিচালিত ইটভাটা উচ্ছেদ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্ট এ আদালত অবমাননার অভিযোগ দায়ের করবে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব।

ইট ভাটা পরিদর্শনকালে তথ্য অনুসন্ধান টিমের সদস্যগণ ছিলেন যথাক্রমে সংগঠনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান,এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার কর্মী কে এম শান্তনু চৌধুরী, রিদুয়ানুল করিম নাভিল,আহসান হাবীব,এম রহমান শাওন,ইয়াসির আরাফাত,এম নাজিমুদ্দিন, স্থানীয় তথ্য অনুসন্ধান কর্মী মোঃ রাজিব হোসেন রিফাত, নজরুল হোসেন শোকরিয়া প্রমূখ ।

257 Views

আরও পড়ুন

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ঢাবি ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ

বুটেক্সে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম

লোহাগাড়ায় প্রবাসী বাইক আরোহীকে চাপা দিয়ে পালালো অজ্ঞাত গাড়ি

বুটেক্সে চলছে তিন দিনব্যাপী ইসলামিক বুক ক্যাম্পেইন

এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব

সাংবাদিক তৈয়বুরের বাবার মৃত্যু, দাফন সম্পন্ন : শান্তিগঞ্জ প্রেসক্লাবের শোক

চলে গেলেন কবি মার্জেনা চৌধুরী

হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের আমানত, তা‌দের রক্ষা কর‌তে হ‌বে- মির্জা ফখরুল

গ্রামাঞ্চলে বাড়ছে অপচিকিৎসা, দায়ী কে?

মানবতার দেয়াল এখন মৌলভীবাজারে