ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

পটিয়ার খিল্লাপাড়া আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের সুন্নী কনফারেন্সে বক্তারা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

Link Copied!

*আ’লা হযরতের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য উন্নয়ন সঞ্জীবনী*

হিজরী ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহি আলাইহি’র স্মরণে আ‘লা হযরত সুন্নী কনফারেন্স ২০২৪ আলোচনায় বক্তারা বলেন, আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভি রহমাতুল্লাহি আলাইহি একজন আলেম তথা ইসলামী শিক্ষায় দারুণ পন্ডিত্বের পাশাপাশি ছিলেন জ্ঞান-বিজ্ঞানের অনাবিষ্কৃত বিশ্বকোষ। জ্ঞান-বিজ্ঞানের পঁচাত্তরোর্ধ বিষয়ে দেড় সহস্রধিক মৌলিক গ্রন্থ রচনা করে তিনি দুনিয়াবাসীকে সত্যের দিশা দিয়ে গেছেন। তাঁর লেখনি সমগ্র বিশ্বের চলমান সংকট থেকে মুক্তির পাথেয় উল্লেখ করে বক্তারা সৃজনশীল, জ্ঞানময়, মানবিক ও দরদী সমাজ গঠনে আ‘লা হযরত চর্চা আজ সময়ের দাবি বলে মত প্রকাশ করেন।

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর খিল্লাপাড়া আ’লা হয়রত (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে ইসলামে প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ)’র ফাতেহা শরীফ ও ইমামে আহলে সুন্নাত, আ’লা হযরত শাহ ইমাম আহমদ রেযা খাঁন ফাজেলে বেরলভী (রহ.) এর ১০৬ তম ওরসে আ’লা হযরত উদযাপন উপলক্ষে ২১তম আ’লা হযরত সুন্নী কনফারেন্স ২০২৪ গত শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির পূর্বাহ্নে খিল্লাপাড়া এলাকার শিশু-কিশোরদের অংশগ্রহণে স্কুল – কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে হামদ্, নাত, কেরাত, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের পর্ষদ জয়নাল আবেদীন হৃদয়ের পরিচালনা আয়োজিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহ্ হোসাইন সাগর, প্রথম আলো পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমদ, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাহেনুর আলম আজাদী।

বিকেলে সভাপতি হাফেজ শহীদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটিয়া প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক। সংগঠনের উপদেষ্টা শাহ্ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাজ সচেতনতামূলক রক্ত ব্যবস্থাপনা বিষয়ক বক্তব্য রাখেন রক্তদাতা সংগঠণ ব্লাড ফ্রেন্ড সোসাইটি ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মোঃ মঈনুল ইসলাম, যুব উন্নয়ন ও সমাজিক কাজে যুবদের অংশগ্রহণের গুরুত্বারোপ নিয়ে বক্তব্য রাখেন প্রথম আলো পটিয়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পরিধি, বিগত সালের উন্নয়নমূলক কাজের বর্ণনা নিয়ে আলোচনা করেন, সাধারণ সম্পাদক নাসু আলম ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন প্রমূখ।

আলোচনা শেষে স্কুল কলেজ পর্যায়ে বিভিন্ন বিভাগে অংশগৃহণকৃত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ও অন্যান্য মেধা মূল্যায়নে সর্বমোট ৭০ জন প্রতিভাবান শিক্ষার্থীর মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অতঃপর সন্ধ্যায় অনুষ্ঠিত সুন্নী কনফারেন্সের উদ্বোধনী বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ আল-কাদেরী (মাঃ জিঃ আঃ)। এতে আলোচক ছিলেন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী (মাঃ জিঃ আঃ), বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হযরত মাওলানা বাহাউদ্দীন কাদেরী (মাঃ জিঃ আঃ)। অন্যান্যদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন উপস্থিত মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল-কাদেরী (মাঃ জিঃ আঃ), মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম রেজবী (মাঃজিঃআঃ). হাফেজ মোহাম্মদ ইরফান হোসেন (মাঃজিঃআঃ) প্রমুখ। মাহফিলের সায়ান্তে আ‘লা হযরত রচিত মানবতার মহান দূত মহানবী মুহাম্মদ (সঃ)’র শানে মিলাদ অতঃপর আখেরী মুনাজাতের পর তাবারুক বিতরণ করা হয়।

117 Views

আরও পড়ুন

কক্সবাজারে শ্রমিক কল্যাণের দিনব্যাপী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সম্পন্ন।

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : হাসনাত আব্দুল্লাহ

রাবিতে আছিয়ার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বাঁধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে হামলা, আহত ৫

চকরিয়ায় সাধারণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ১২ মামলার আসামি মনিরসহ গ্রেপ্তার ৩, মাদক উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

শান্তিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটি পূর্ণগঠন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নিহত-১

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি’র বাধা, আহত ১০

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ