প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।
হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’
তিনি আরো বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই,
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুর ভাইয়ের সাথে কথা বলে জানা যায় এধরনের কোন কথা বার্তা তিনি কাউকে বলেননি।
বর্তমানে তারুন্যের দল হিসেবে গণঅধিকার পরিষদের আলোচনার শীর্ষে,গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল যা বিলুপ্ত করে নতুন কারো সাথে যুক্ত হওয়া একক কারো সিদ্ধান্তে হতে পারে না।আমাদের জেলা উপজেলা পর্য়ায়ে কমিটি রয়েছে আমরা ৩০০ আসনে নির্বাচন করবো।
সুতরাং এধরনের কথা বার্তা সম্পূর্ণ ভিত্তিহীন।
গণঅধিকার পরিষদ সব সময় সুস্থ রাজনীতিতে বিশ্বাসী হান্নান মাসুদ ভাই কি কারনে, কিসের ভিত্তিতে এ ধরনের কথা বার্তা বলেছে তাকে তা ক্লিয়ার করতে হবে।
মোহাম্মদ ইউসুফ
সাধারন সম্পাদক
গণঅধিকার পরিষদ,চট্টগ্রাম মহানগর।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০