বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) কলেজ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি হোসেন সাদ্দাম। মানববন্ধনে কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদ মিঠু। তিনি বলেন, “আমরা ছাত্রদল, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সর্বদা ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকব। কেউ যদি আমার ইউনিয়নে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে, আমি নিজেই তার হাত কেটে দেব। মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত রাখতে ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সদা প্রস্তুত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা নারীদের প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান জানান।