নিজস্ব প্রতিবেদক :
২৫ জানুয়ারী ২০২৫, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আসে ভর্তি পরীক্ষা দিতে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্র, সিট প্লান পেতে অসুবিধার সম্মুখীন হয়। এই ভোগান্তি নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগেরহাট স্টুডেন্টস এসোসিয়েশন(ম্যানগ্রোভ) এর উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কলাভবনের সামনে সহায়তা বুথ এর এর ব্যবস্থা করা হয় এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সহায়তা প্রদান করা হয়।
এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগেরহাট স্টুডেন্টস এসোসিয়েশন(ম্যানগ্রোভ) এর আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান সাকিব বলেন, আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের সহায়তায়ই কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। এর ধারাবাহিকতায় আমরা খুব শিঘ্রই ঢাবিতে বাগেরহাট জেলার সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটি নবীনবরণ ও পুনর্মিলনীয় আয়োজন করতে যাচ্ছি।