মোহাম্মদ আলম (স্টাফ রিপোর্টার):
কক্সবাজার জেলার ‘ড্রিম টাচ গ্রুপ’র সদস্যদের অংশ গ্রহণে তারকা মানের হোটেল মেরিনা বীচ রেস্টুরেন্টের হল রুমে বুধবার বিকাল ৪ টায় ৩ বছর ফুর্তি ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
গ্রুপের উপদেষ্টা মুহাম্মদ আলমের সঞ্চালনায় সাইফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। উক্ত সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন গ্রুপের সভাপতি মঞ্জুর হাসান।
৩ বছর ফুর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গ্রুপের শৃঙ্খলা, নিয়ম-নীতি, অন্যের মতামতকে সম্মান প্রদান, ইনভেস্টমেন্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন ড্রিম টাচ গ্রুপ’র উপদেষ্টা ও সদস্যবৃন্দ যথাক্রমে জুবায়ের আহমদ (ব্যাংকার), মোহাম্মদ হাসান (ব্যাংকার), দেলোয়ার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), রফি উদ্দিন (শিক্ষক), সৈয়দ হোসাইন শাহীন (গণমাধ্যম কর্মী), জুনাইদ বোগদাদি (শিক্ষক)। সভায় উপস্থিত ছিলেন মাস্টার নুরুল আমিন, ইউসুফ নুর, নুরুল আমিন (অ্যাকাউন্ট এন্ড এডমিন) নুরুল কবীর, মুহাম্মদ হোসেন মাসুম, নুরুল হক, বেলাল উদ্দিন, হাফেজ গিয়াস উদ্দিন, নুরুল আমিন ও আরো প্রমুখ।
সভায় অ্যাকাউন্ট এন্ড এডমিন সকল সদস্যদের উদ্দেশ্যে বার্ষিক ও ৩ বছরের হিসাব বিবরণী উপস্থাপন করেন। উপস্থাপন শেষে উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে টাকা ইনভেস্টমেন্টের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে গ্রুপের সকল সদস্যরা মিলে গ্রুপ ছবি তুলেন এবং নিজ নিজ খাবার সংগ্রহের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।