সাত্তার সিকদার, চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (ডুসালস) এর আয়োজনে সম্পন্ন হলো নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ।
২ মার্চ(শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এই নবীনবরণ ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
“ডুসালস” এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সন্ঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন “ডুসালস” এর সভাপতি রায়হান উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়ার কৃতি সন্তান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম সোহাগ।
“ডুসালস” আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের অনুষ্ঠানের প্রধান অথিতি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা ও প্রধান বক্তা ড. মুহাম্মদ ইসমাইল স্যারের প্রতি ডুসালসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার আন্তরিকতা ডুসালসের প্রতিটি সদস্যের মন ছুঁয়েছে। ঢাকায় অধ্যায়নরত লোহাগাড়া সাতকানিয়ার শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক ক্রেষ্ট দিয়ে বরণ করেন “ডুসালস” এর সদস্যরা।