আতিক উল্লাহ চৌধুরী, রাউজান (চট্টগ্রাম)
রাউজান উপজেলার ডাবুয়া হাছানখীল কেন্দ্রীয় ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে ৩৯তম ইসলামী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ নভেম্বর) বাদে জুমা হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা গাজী বেলাল উদ্দীন নানুপুরী।
প্রধান বক্তা হিসেবে বয়ান প্রদান করেন দোহাজারী আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা আবদুল্লাহ আল মারুফ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী।
সংস্থার সভাপতি মাস্টার নাসির উদ্দিন বাবুল ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন—
খিরাম আজিজিয়া সুলতানুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা আনাস সুলতানী,
বখতপুর জামেয়া বায়তুল হুদা মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আজগর হোসাইন,
কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী শহিদুল্লাহ,
এবং নানুপুর জামেয়া ওবাইদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু জাফর নানুপুরী প্রমুখ।
ধারাবাহিকভাবে সভাপতিত্ব করেন
কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক,
রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার মহাপরিচালক মাওলানা সোলাইমান,
ও আরবনগর জামেয়া আরবিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।
বাদ জুমা হতে ধারাবাহিকভাবে তাকরির পেশ করেন
মাওলানা শোয়াইব, মাওলানা নুর হোসেন, মাওলানা মুফিজুর রহমান, মাওলানা জোবায়ের, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আইয়ুব, মাওলানা জমির উদ্দিন ও মাওলানা মোজাম্মেল হক সোহেল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ ও অনুকরণেই ইহকাল ও পরকালের শান্তি সম্ভব।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, বি.এস.আর.এম. গ্রুপের পার্সোনেল ম্যানেজার মোস্জানিজ, এবং আরবনগর আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কে. এম. আলমগীর মাসউদ আরবনগরী।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, কাজী শাহাদাত উল্লাহ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ রাশেদ, জসিম উদ্দিন, হাফেজ মিজানুর রহমানসহ সংস্থার অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।