—————-
এ মাসে পৃথিবীর ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তারমধ্যে অন্যতম ৬১ হিজরীর ঐতিহাসিক কারবালার হৃদয় বিদায়ক ঘটনা। এই মহররম মাসের ১০ তারিখেই কিয়ামত সংঘটিত হবে। তাই মহররম মাস’কে উপলক্ষ করে আল্লাহতায়ালার সামনে মানুষের দাসত্ব ও বিনম্রতা প্রকাশ করা বেশি জরুরি। একই সঙ্গে দুনিয়ার সব সৃষ্টির সঙ্গে উত্তম আচরণ, ভালোবাসা প্রদর্শন এবং প্রত্যেকের সঙ্গে আন্তরিকতা বৃদ্ধি ও হিংসা-বিদ্বেষ দূর করে শান্তিময় হোক দেশ ও সমাজ গড়ার অঙ্গীকার।
পুরাতন হিজরির বর্ষের, জরাজীর্ণতাকে মুছে দিয়ে নতুনরূপে, নতুন প্রত্যাশার পথে নির্ভীক পথচলার কল্যাণময় শুভবার্তা বয়ে আনুক এই হোক দৃঢ় প্রত্যায়।
মুসলিমউম্মাহ সকল’কে আন্তরিক সালাম ও মোবারকবাদ।
অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘টিম ইলেভেন, কক্সবাজার “